প্রতিনিধি আড়াইহাজার(নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভা নির্বাচনে ২নং সাধারন ওযার্ড কাউন্সিলর পদে শহিদুল্লাহ আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।
২০ মে শনিবার দুপুরে কাউন্সিলর প্রার্থী শহিদুল্লাহ ২নং ওয়ার্ডের বিপুল সংখ্যক ভোটারের দোয়া নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটানিং কর্মকর্তা সুলতানা এলিন এর নিকট মনোনয়নপত্র জমাদেন। এ সময় তার সাথে এলাকার গণ্যমান ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জামাদান শেষে শহিদুল্লাহ গণমাধ্যমের সাথে আলাপ কালে তিনি বলেন,সব সময়ই এলাকার মানুষের পাশে ছিলাম,আগামীতেও তাদের পাশে থাকার জন্য স্থানীয় ভোটারদের ভালবাসায় ও অনুরোধে তিনি এবার প্রার্থী হয়েছেন। তিনি বলেন,ভোটারগণ আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সততার সহিত ভোটারদের চাহিদা অনুযায়ী রাস্তা,ড্রেন নির্মান,সড়কবাতি লাগানো সহ সকল উন্নয়নমূলক কাজ করে যাব। তিনি আগামী ২১ জুনের নির্বাচনে তার জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন।