আড়াইহাজার প্রতিদিন ডেক্স:-
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখীতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহম্পতিবার বিকাল ৩টার দিকে স্থানীয় পাঁচরুখীতে বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলটির উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, সরকারের মন্ত্রীরা উল্টাপাল্টা বলছে। সরকারের পায়ের তলায় মাটি নেই। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এদেশে সরকার গঠন করা হবে। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মাটি তারেক রহমানের ঘাঁটি। এই সরকার তারেক রহমানকে ভয় পায়। পুলিশ দিয়ে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। এ সময় তিনি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেন, ভোলায় আপনারা যে ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনার পূনরায় করার চেষ্টা করলে এই দেশের মানুষ তার জবাব দেবে। এই সরকারের এমপি মন্ত্রীরা পাগল হয়ে গেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাজপথে থাকুন। সরকারের বিদায় ঘন্টা ভেজে গেছে। তারা মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। আজ বাংলাদেশের প্রত্যেকটি স্থানে মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ ফুঁসে উঠেছে। বীরের বেশে একদিন আমাদের ভবিষ্যত রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন। এ সময় পথসভায় সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের ঢল নামে। ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও বিএনপির নেতা আবুল কালাম ভূঁইয়াসহ আরও অনেকে।