আড়াইহাজার প্রতিদিন ডেক্স:-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের পর মা ও শিশু ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মাটি চাপা দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো-আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে আবুল কাশেম ও একই গ্রামের মৃত হক সাবের ছেলে বাবুল হোসেন।
এর সত্যতা নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ বলেন, একজন অজ্ঞাত ভিক্ষুক নারীকে ধর্ষণের পর তার ছেলে শিশু সহ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের দড়িগাঁও পুরানো কবরস্থান এলাকায় মাটির নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কারী কর্মকর্তা আড়াইহাজার থানার সাবেক এস আই রফিকুল ইসলাম জানান, আমি দীর্ঘ চেস্টার পর জোড়া খুনের রহস্য উৎঘাঠন করতে সক্ষম ইহ। নিহতের কোন স্বজন ছিল না। পুলিশ স্বপ্রনোদিন হয়ে মামলার সকল কার্যক্রম চালিয়েছেন। এখন পর্যন্ত তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। নিহত মা ও ছেলে ওই এলাকায় ভিক্ষা করতে গিয়ে ছিলেন। আসামীরা রাতে মাকে ধর্ষণ ও পরে মা ও ছেলেকে হত্যা করে মাঠি চাপা দিয়ে রেখে ছিলেন।