আড়াইহাজার প্রতিদিন ডেক্স :-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়ের সাথে অভিমান করে কিশোরী মায়া আক্তার আত্মহত্যা করেছে।
ঘটনাটি ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভাধিন নোয়াপাড়া এলাকায় ঘটেছে। নিহত মায়া আক্তার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার আয়নালের মেয়ে।
জানাগেছে, ছোট বেলায় পিতা-মাতার বিচ্ছেদের পর মায়া আক্তার মায়ের সাথে নোয়াপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতেন। গোপীন্দী এলাকায় ভাই ভাই স্পিনিং মিলে কাজ করত মায়া আক্তার। ঘটনার দিন সকালে মায়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হলে মা তাকে শাসন করে। এতে সে অভিমান করে ঘরে থাকা পোকার ঐষধ খেয়ে অসুস্থ হয়ে গড়লে তাকে উদ্ধার করে মাতুয়াইল ও পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন।