আড়াইহাজার প্রতিদিন ডেক্স :-
উৎসব মুখর পরিবেশে আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী গতকাল বুধবার দুপুরে (৬জুলাই) আড়াইহাজার পৌরসভা প্রাঙ্গনে উন্মুক্ত জনতার সামনে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষনা করেন ।
২০২২-২০২৩ অর্থবছরের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে মোট ১৭ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬১৮ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৬০ লাখ ৩৩হাজার ৫৫১ টাকা। উন্নয়ন সহায়তা আয় ধরা হয়েছে ১১কোটি ৯০ লাখ ৬২হাজার ৬৭টাকা এবং প্রারম্ভিক জের ধরা হয়েছে ১কোটি ১৭ লাখ৩৫হাজার ৬১৮ টাকা।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূইয়া,কাজী বেনুজির আহমদ,দপ্তর সম্পাদক আবুল হাসেম,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক রবীন্দ্র চন্দ্র দে,উপস্থিত ছিলেন,পৌর নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার,উপ-সহকারী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর সামছুন নাহার,রাশিদা আক্তার,রিনা বেগম ও সাধারণ কাউন্সিলর উদয়ন চন্দ্র বিশ্বাস,জাকির হোসেন, হাতেম আলী, বশির উল্লাহ, মোমিনুল ইসলাম,অহিজউদ্দিন,রাশেদুজ্জামান,সাদেকুর রহমান সাদেক এবং হিসাব রক্ষক সুলতান আহমেদ,কর নির্ধারক রফিকউল্লাহ দুলাল,সহকারী কর আদায়কারী আব্দুল মান্নান ও প্রধান সহকারী মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
বাজেট ঘোষনা কালে মেয়র সুন্দর আলী বলেন, আমাদের প্রধান আয়ের উৎস হচ্ছে রাজস্ব খাত এবং উন্নয়ন সহায়তার খাত। এই বাজেট বাস্তবায়ন করা আমাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হলেও আমরা তা বাস্তবায়ন করবো। এ জন্য পৌরবাসীর সহায়তা একান্তভাবে জরুরী। পৌরবাসীর সহায়তা পেলে আমি ব্যাপক উন্নয়ন করতে পারবো।