নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,নারায়ণগঞ্জ এর সহযোগিতায় ও আড়াইহাজার উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আফরোজা আক্তার রিবা,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম,আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী,আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার, চেয়ারম্যান আবু তালেব মোল্লা,আলী হোসেন ভ‚ইয়া,আরিফুল ইসলাম,অদুদ মাহমুদ, শিক্ষক আনোয়ার হোসেন,গিয়াসউদ্দিন সরকার,মসজিদের ইমাম মকবুল হোসেন প্রমুখ।
কর্মশালায় উপজেলার,সকল জনপ্রতিনিধি,স্কুল,কলেজের শিক্ষক,মসজিদের ইমাম ও সুধি সমাজের দুইশতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন।