আড়াইহাজার প্রতিদিন ডেক্স:
আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে(১৫ আগষ্ট) সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিন মসজিদ,মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,সরকারী সফর আলী কলেজ,পুলিশ প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ফায়ার সার্ভিস,আড়াইহাজার প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠণের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মিয়া মোঃ আলাউদ্দিন,বর্তমান সাধারন সম্পাদক খোরশেদ আলম সরকার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভ’ইয়া,মাহাবুবুর রহমান রোমান, লিয়াকত হোসেন,গোপালদী পের মেয়র এম,এ হালিম সিকদার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান,উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) পান্না আক্তার,আড়াইহাজার থানার অফিসার ইনচাজ আজিজুর রহমান হাওলাদার,র্, আড়াইহাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ,ইসরাফিল হোসেন,আবু তালেব মোল্লা,আবুল হাসেম,রবিন্দ্র চন্দ্র দে,ফরিদ পাশা,হারুন অর রশিদ,শাহিদা মোশারফ,আরিফুল ইসলাম,ফাইজুল হক ডালিম,উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল,সাধারন সম্পাদক রেজাউল করিম ভ‚ইয়া,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজিবুল হাসান জুয়েল,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, সহ সকলস্তরের দলীয় ও অ্গং সংগঠনের নেতৃবৃন্দ। সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর কাঙ্গালীভোজ অনুষ্ঠান পরিদর্শন ও জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শাহাদাৎ বরণকারীসহ সকল শাহাদাৎ বরণকারীদের আত্মার শান্তি কামনা করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে সোনার বাংলা গড়ায় নিজেদের আত্মনিবেদন করার অঙ্গিকার করেন এবং জাতির জনক সহ তার পরিবারের হত্যাকারী,সহযোগি সহ দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেন।