আড়াইহাজার প্রতিদিন ডেক্স :
আড়াইহাজারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট/২০২২ এর দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ৬২নং আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলে ২৫ নং চৈতনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
২৫ জুলাই সোমবার বিকালে আড়াইহাজার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকাদল ও কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকাদল প্রতিদ্ব›িদ্বতা করেন।
খেলায় জোকারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকাদল কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকাদলকে ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
জোকারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকাদল ও কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকাদল এর মধ্যে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় নির্ধারিত সময় গোল শূন্যভাবে ড্র হলে সরাসরি ট্রাইবেকারে জোকারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকাদল কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকাদলকে ২-১ গোলে পরাজিত করতে সক্ষম হয়।
একইদিন বিকালে দ্বিতীয় খেলায় আড়াইহাজার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ৬২নং আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৫ নং চৈতনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্ব›িদ্বতা করেন।
খেলায় ৬২নং আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বালকদল ট্রাইবেকারে ২৫ নং চৈতনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় বালকদলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ খেলাটি বৃষ্টির কারনে ফলাফল নিঃপন্ন না হওয়ার সরাসরি ট্রাইবেকারে ৬২নং আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বালকদল ২৫ নং চৈতনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় বালকদলকে ৩-২ গোলে পরাজিত করতে সক্ষম হয়।
গত একমাস ধরে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের ফুটবল দলের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চলে।
দুটি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ঐ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন,আছমা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে,আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম, আঃ মান্নান,মাহাবুব হোসেন,জাহাঙ্গীর আলম,অনিতা চক্রবর্তী প্রমুখ।