আড়াইহাজার প্রতিদিন ডেক্স :-
আড়াইহাজারে পুকুরে ডুবে তাউসান(৫) ও সিফাত হাসান(৫) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা সম্পর্কে খালাতো ভাই।
১৩ জুলাই বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নে টেকপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বুধবার সকালে টেকপাড়া পশ্চিমপাড়া এলাকার আলী আকবরের ছেলে তাউসান ও আলী মিয়ার ছেলে সিফাত হাসান তাদের বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে তারা দুইজন নিখোজ হন। তাদের খেলার সাথীরা বাড়িতে আসলেও তাদেরকে খুজে পাওয়া যাচ্ছিল না। বিকাল ৩টার দিকে বাড়ির পিছনে ফারুকের ডোবায় তাউসান ও সিফাত হাসানকে ভেসে থাকতে দেখে এলাকাবাসী তাদের পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুদের উদ্ধার করে নরসিংদী জেলার মাধবদী এলাকার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ইন্সপেক্টর(তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করতে চাইলে শিশু দুটির স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার আবেদন করেন। পরে গ্রামবাসী ও স্বজনদের অনুরোধে স্বজনদের কাছে শিশুদের লাশ হস্তান্তর করা হয়