নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেছেন,জাতির জনকের কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশের সকল অর্জন সম্ভব হয়েছে। শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। আজ সারা পৃথিবী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশকে বাহবা দিচ্ছে, এ দেখে আবার অনেকে জ্বলে পুড়ে যাচ্ছে ।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আড়াইহাজার উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বাবু বলেন, অনেক ষড়যন্ত্র, অনেক অপশক্তির অপকৌশলের পরেও আগামী ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। আর তা উদ্বোধন করবেন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যত উন্নয়ন তা সবই সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংসদ নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের শতশত নেতাকর্মী উপজেলা সদরে সহ স্ব-স্ব এলাকায় বাংলাদেশ আওয়মী লীগের জন্মদিন পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিয়া মোঃ আলাউদ্দিন,সিরাজুল ইসলাম ভূইয়া,কাজী বেনুজির আহমদ,ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ,সাধারন সম্পাদক খোরশেদ আলম সরকার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জুয়েল,গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার,আড়াইহাজার পৌর আওয়ামীলীগ সভাপতি মেহের আলী মোল্লা,ফতেপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা,আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান রোমান সহ সকলস্তরের নেতৃবৃন্দ।