সিদ্ধিরগঞ্জের আদমজীতে রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি নির্মানাধিন ভবনের পাইলিং করতে গিয়ে গ্যাস লাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় সেখানে আগুন ধরে যায়। বিকেল সাড়ে চারটায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে সাতটায় আগুনের সূত্রপাত হলেও সাড়ে ১০টার দিকে আদমজী ইপিজেড এলাকায় বিস্ফোরণ ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আদমজী ইপিজেডে পলমল গ্রুপের নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় গ্যাসের লাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, পলমল গ্রুপের হামজা ফ্যাশন ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। সকাল সাড়ে ৭টার দিকে পাইলিং বিশ ফুট নিচে যাওয়ার পর গ্যাসের পাইপ ফেটে যায়। তখন থেকে তিন ঘণ্টা পর্যন্ত তীব্র বেগে ওপরের দিকে বালু উঠতে থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
নির্মাণাধীন ভবনের সার্ভে কাজ করছে অ্যাডভান্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রকৌশলী মো. রনি বলেন, ২০ ফুট গভীরে পাইলিং যাওয়ার পরপরই পাইপ ফেটে যায়। ওই সময় ওপরের দিকে বালু উঠতে থাকে। এভাবে তিন ঘণ্টা বালু ওঠার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে আগুন জ্বলতে থাকে। বিস্ফোরণে আশপাশের এলাকা ভূমিকম্পের আঘাতের মতো কেঁপে ওঠে।
নির্মাণ শ্রমিক উজ্জ্বল হোসেনও কাজ করছিলেন সেখানে। তিনি বলেন, সব মিলিয়ে সেখানে ২০ জন লোক ছিলেন। পাইপ ফেটে যাওয়ার পর সবাই দূরে সরে যায়। বিস্ফোরণের সময় কাছাকাছি কেউ ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, দুর্ঘটনাস্থলে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণনের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র্যাবের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ শিল্প পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।